অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২০ | ৮:২৯ অপরাহ্ণ
অনলাইনে কেনাকাটা এখন অনেক জনপ্রিয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। বিজ্ঞাপন দিয়ে অল্প দামে মোবাইল বিক্রির নামে টাকা নিয়ে প্রতারণা করা একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
সোমবার সন্ধ্যায় ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের (সিআইডি) মিডিয়া কর্মকর্তা সিনিয়র এসপি জিসানুল হল এই তথ্য জানিয়েছেন।
এসপি জিসান জানান, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করে নিম্নমানের পণ্য দেয়া হয়। আবার অনেক সময় পণ্যের মূল্য পরিশোধ করার পরেও সময়মতো পণ্য সরবরাহ না করারও অভিযোগ আছে।
তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার এক ভুক্তভোগী সাইবার পুলিশের কাছে এমন প্রতারণার কথা জানান। ওই ভুক্তভোগী অনলাইনে মোবাইল বিক্রির পোস্ট দেখতে পান। বিক্রেতা সেনাবাহিনীর কর্পোরাল পরিচয় দেন। মোবাইল কেনার বিষয়ে ভিকটিম আগ্রহের কথা বলে যোগাযোগ করেন। পরে তিনি মোবাইল কেনার জন্য প্রতারককে সাড়ে দশ হাজার টাকা পাঠান। কিন্তু টাকা পেয়ে মোবাইল না পাঠিয়ে প্রতারক তার ফেসবুক আইডি ব্লক করে দেন। পরে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।
সিআইডির এই কর্মকর্তা আরও জানান, অভিযোগে দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডির সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম। পরে যশোর জেলায় অভিযান চালিয়ে ইসরাতুল ইসলাম প্রান্ত নামের এক প্রতারককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল, ফেসবুক আইডি এবং বিকাশ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়।
এই প্রতারকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |