অনলাইন ডেস্ক | ২৩ জুলাই ২০২০ | ৭:২০ অপরাহ্ণ
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দুই নাইজেরিয়ানসহ তিনজনকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত এই রিমান্ড আদেশ দেন। তারা হলেন- আলবার্ট ইকেচুকূ ওরফে ইয, ওকে চুকু ওরফে চুকওয়ামা এবং বাংলাদেশি মোছা. নুপুর খাতুন।
এর আগে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। পল্লবী থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গত বুধবার রাত ১০টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত, মোবাইল ফোন, ল্যাপটপ এবং প্রচুর ব্যাংকের স্লিপ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ৭:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
shikkhasangbad24.com | hossain reaz
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |